পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

Website Design এর আদি অন্ত

আস্যালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আবারও ফিরে এলাম Website Design এর ২য় পর্বে ।
গত পর্বে আমরা জানলাম ওয়েবসাইট কি ? । আজ আমরা ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় সম্পর্কে জানব ।
ভনিতা না করে মূল প্রসংগে চলে আসি ।
  • একটি ওয়েবসাইট অনেকগুলো ওয়েবপেজ নিয়ে গঠিত । আমরা আমাদের ব্রাউজারে প্রত্যেকবার ১টি করে পেজ দেখতে পারি এবং এক পেজ থেকে অন্য পেজ এ লিংকের মাদ্ধমে প্রবেশ করতে পারি ।
  • লিংক হল যেসকল text, image অথবা button যার উপর mouse নিয়ে গেলে cursor টা হাতের মত হয়ে যায় এবং সেখানে click করলে অন্য একটি পেজ open হয় ।
  • উপরের চিত্রে ২টি লিংক আছে ।link Website Design এর আদি অন্ত, পর্ব ২

 কিভাবে ওয়েবপেজ তৈরি করব ?
ওয়েবপেজ তৈরি করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পদ্দতি ব্যবহার করতে চান।
>> Web programming language ব্যবহার করে
>> কোন Web programming জ্ঞান ছাড়াই Software এর মাদ্ধমে
আজকাল অনেক Software পাওয়া যায় যেগুলো ব্যবহার করে অতি সহজেই খুব সুন্দর সুন্দর ওয়েবপেজ/ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এর একটি অসুবিধা আছে, আর তা হল, ওয়েবসাইটের Content (একটি ওয়েবপেজ এ যা কিছু আপনি দেখতে পান) গুলো একদম আপনার মনের মত হবে না । কোন Content কে আপনার ইচ্ছামত Customize করতে হলে আপনাকে অবশ্যই Web programming language জানতে হবে ।
atlanta web design icon1 300x225 Website Design এর আদি অন্ত, পর্ব ২
এই টিউনে আমি Web programming language নিয়েই আলোচনা করব ।
ওয়েবসাইটের Language গুলোকে Scripting language বলা হয় । দুই ধরনের Scripting language আছে ।
>> Server side scripting languages(ASP, PHP, Perl, Python, C via CGI, JavaScript via Server side JavaScript, etc.)
>> Client side scripting languages(HTML, JavaScript, CSS, XML, etc.)
প্রথমে আমি আপনাদের সাথে Client side scripting language নিয়ে আলোচনা করব । এতে আপনার বুঝতে সুবিধা হবে ।
•    ওয়েব Program গুলো যখন কোন User এর ব্রাউজারে Execute হয় তখন একে বলা হয় Client side scripting
•    HTML(Hyper Text Markup Language) হল Client side scripting এর সবচেয়ে প্রয়োজনীয় Language ।
আজ এখানে ইতি টানব । আগামি পর্বে আমরা HTML শিখা শুরু করব । সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন ।
চলবে >>

কোন মন্তব্য নেই: