পৃষ্ঠাসমূহ

image

image

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

ইন্টারনেট এ আপনার সময়কে কাজে লাগিয়ে।ইন্টারনেট বিল উশুল করুন ইন্টারনেট থেকে।

imagesw 75x75 ইন্টারনেট এ আপনার সময়কে কাজে লাগিয়ে।ইন্টারনেট বিল উশুল করুন ইন্টারনেট থেকে। আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন।আজ আমি আপনাদের দিলাম কিছু বিপুল পরিমানের সাইট আর লিস্ট।আপনাদেরকে আর ভুয়া সাইট আর ফান্দে পরতে হবে না।
banner1 ইন্টারনেট এ আপনার সময়কে কাজে লাগিয়ে।ইন্টারনেট বিল উশুল করুন ইন্টারনেট থেকে। 
⇨ NO MINIMUM PAYOUTS FOR ALL MEMBERS
⇨ Member Register of 4400 Get $0.5 to P.B until 15000 
⇨ We Accept International Signups ⇨ Earn up to $0.025 for Your Click
⇨ Earn up to $0.020 for Your Referral Click 
⇨ No Investment Required! 
⇨ We Accept Paypal / Liberty Reserve / Alertpay
⇨ 3 YEARS Subscription SOON
 
 
banner1 ইন্টারনেট এ আপনার সময়কে কাজে লাগিয়ে।ইন্টারনেট বিল উশুল করুন ইন্টারনেট থেকে।
⇨ NO MINIMUM PAYOUTS FOR ALL MEMBERS
⇨ Free ULTIMATE upgrade for first 15000 members
⇨ We Accept International Signups
⇨ Earn up to $0.025 for Your Click
⇨ Earn up to $0.020 for Your Referral Click
⇨ No Investment Required!
⇨ We Accept Paypal / Liberty Reserve / Alertpay

banner1 ইন্টারনেট এ আপনার সময়কে কাজে লাগিয়ে।ইন্টারনেট বিল উশুল করুন ইন্টারনেট থেকে।
Free premium upgrade for first 15000 members
Best click rates
0.015 per click
0.015 per ref click
আসসালামুয়ালাইকুম।আজ আমি আপনাদেরকে একটি সাইট এর নাম দিবো যা থেকে আপনারা DATA ENTRY করে আয় করতে পারবেন।
DATA ENTRY/CAPTCHA করে টাকা আয় করুন।আপনার প্রতি সেকেন্ডকে করে তুলুন মুল্লবান।(১০০% গ্যারান্টি)।
*এখানে আপনি মাত্র ১০০০ CAPTCHA ENTRY করলে $1 পাবেন।
*আপনার $1 হলে ALERTPAY/PAYZA এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
*এইখানে ১০০ CREDIT = $0.01.আপনি প্রথমে ১০০ CREDIT ফ্রী পাবেন।
*এর আপনার এইখানে পেমেন্ট নিয়ে কোনো টেনশেন করতে হবে না।
*আপনি যদি ১ দিনে ১০০০ CAPTCHA ENTRY করেন তাহলে আপনি প্রথম দিনে টাকা তুলতে পারবেন।
*এর এইখানে সব চেয়ে ভালো জিনিস টা হল যে এইখানে আপনি যদি BROWSER দিয়ে USE করতে SLOW/সমস্যা হয় তাহলে আপনার জন্য আছে সফটওয়্যার আছে
_______________এই সবের জন্য।________________
 Java
 Native (v0.40+) Fritz!Load
 Windows | Linux | Mac | Source
        Windows
 Linux
        Native (v0.4.5+) 

 Android CON2000
 Android linsms
 Windows Phone 7
 Platform Independent
 Platform Independent
 iOS (iPhone/iPad)

আপনি কি এখনি কাজ শুরু করতে চান তাহলে এখনি একটি ক্লিক করুন এইখানে। 
ডাউনলোড করুন CAPTCHATRADER সফটওয়্যার আপনার পিসি এবং মোবাইলের জন্য।
 ডাউনলোড

ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –

আপনারা যারা পি টি সি পছন্দ করেন ও এই বিষয়ে পোস্ট করেন তাদের একবার পড়া উচিৎ ।
আমি একটি সাইট নিয়ে এসেছি , যে সাইট থেকে আপনি অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা উত্তলন করতে পারবেন । এই সাইটের কাজ হলও মেইল চেক করা , ও মেইল এ আসা সাইট গুলোতে কিছু সময় ধরে ভিজিটর হিসেবে থাকা । সাইন আপ করা , জতসব আলতু ফালতু কাজ ।
আপনি যদি অধম বাদশা হয়ে থাকেন ।ভাগ্য ফেরাতে এক সেকেন্ড দেড়ি না করে মাই টিভিতে দেয়া এ্যাড দেখে লিটন দেওয়ান ,ইকড়া তে গিয়ে না ঠগে এই সাইট থেকে আয় করতে পারেন ।
আপনি যদি আপনার আয়ের ভাগ আমাকে দিতে চান তবে এই রেফালেল এ http://www.PaisaLive.com/register.asp?4842218-3236268 সাইন আপ করুন ।১৫০ জন সাইন আপ করলে আমার ৫০০ রুপী হবে । যদি ৫০০ রুপী হয় তবে টাকা উঠাতে পারা যাবে , এবং টাকা হাতে পেলে য়াবার এই পোস্ট টি আপডেট দেব ।
তবে একটি কথা এই সাইট গুলোতে টাকা বর্তমানে পাবার সম্ভাবনা আছে , কিন্তু এই সাইট গুলোর মুরগী রো গ ও আছে । যে কোন সময় আপনি না হলেও আপনার কোন বন্ধু প্রতারিত হতে পারে । তাই আপনি যদি অন্ধ হয়ে থাকেন তবু মনের চোখ দিয়ে দেখে বিবেক কে প্রশ্ন করে , লাভ লসের হিসেব করে দেখবেন । আপনার লস ই হবে ।
আল্লা যদি দেই তো আমি দুটা খাই এমন টার্গেট না থাকলে ও অধম বাদশা না হলে এই সাইট গুলোতে কাজ না করা ভাল ।
কেন বললাম , মনে করুন আপনি ইউ টিউব ও ম্যতাক্যফেতে ভিডিও আপলোড করে রেখে দিলেন ৬ মাস পড়ে দেখলেন পকেটে কিছু এলো । এমন এই সাইট গুলোতে সাইন আপ করে আমার মত সাইট সম্পর্কে সত্য ও নিজের মতামত প্রকাশ করে । রেখেদিতে পারেন । ৫০ বছরে ১০০ অধম বাদশা সাইন আপ করতে পারে । তবে এই রেফালেল । আপনার ফেসবুক , নিজের ব্লগ ছাড়া দিবেন না , অকারন মন ভোগ গালি খাবেন না ।
টি পি তে পি টি সি পোস্ট বন্ধ করা হয়েছে জেনেও ? অনেকে শুধু একটু যদি পাই ৫ জন যদি সাইন আপ করে । ভেবে পি টি সি নিয়ে পোস্ট করে । তাদের পোস্ট পড়ে আমার মত অধম বাদশারা সাইন আপ করতে পারলেও কাজ করতে পারবেনা । অনেকে যে কি বলতে চান বোঝা যায়না ।
এদিকে টিউনার পেজের একজন টি যে নাকিপি টি সি পোস্ট পড়ে bmw কিনেছে । আর কি ভাবে লজ্জা পেলে আমার মত পি টি সি পোস্ট কারিদের লজ্জা হবে জানিনা ।
আসলে আমরা কেন যেন লজ্জার হাটে লজ্জাকে বিক্রি করে দিচ্ছি !
তো যাই হোক আপনি যদি আপনার আয়ের ভাগ আমাকে দিতে চান তবে এই রেফালেল এ http://www.PaisaLive.com/register.asp?4842218-3236268 সাইন আপ করুন । প্রথমে আপনার একটি ইমেল আইডি থাকতে হবে । তার পোস্ট এই সাইটে গিয়ে ফ্রম পুরন সম্পন্ন করে । আপনি মেইল চেক করে রেফালেল দিয়ে ,রুপী পেতে পারেন । কারন এটি একটি ইন্ডিয়ান সাইট । সাইন আপ করলে ৯৯ রুপী পাবেন বলে ব্যাঙের মত কুদবেন না । কাজ করতে গেলে হারে হারে বুঝবেন আপনি আপনার জীবনের কত সময় নষ্ট করলেন এর পেছনে ।
আর কিছু বলার প্রয়োজন নেই নিচের চিত্র গুলোতে ভালো করে চোখ বোলান , শিখে পেয়ে যাবেন চলার পথ । বাকি গুলো নিজে বুঝে যাবেন ধীরে ধীরে । ভালো থাকবেন সবাই ।
115 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
29 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
34 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
45 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
54 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
63 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
72 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
82 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
9 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –
10 ইমেল আইডি বানানো এবং পি টি সি নিয়ে পোস্ট করার নিয়ম ও ইনকাম এর আপদ মস্তক –

বুধবার, ২৩ মে, ২০১২

***গ্রাফিক ডিজাইন শেখায় দ্রুত উন্নতি করার পদ্ধতি****

কম্পিউটারের যে কোন প্রোগ্রাম শেখার সময় সেই সফটঅয়্যারের কাজ করার পদ্ধতি শিখবেন সেটাই নিয়ম। গ্রাফিক  ডিজাইনের জন্য ফটোশপ-ইলাষ্ট্রেটরেও ব্যতিক্রম নেই। কোন কাজ কিভাবে করে সেটা শিখবেন এবং নিজে প্রাকটিস করবেন।
গ্রাফিক ডিজাইন এর সাথে সৃষ্টিশীলতা জড়িত। সেইসাথে যখন টাকার বিনিময়ে কাজ করার বিষয় থাকে তখন যার কাজ তার পছন্দ অত্যন্ত গুরুত্বপুর্ন। কাজ পছন্দ হলে তবেই তিনি অর্থ দেবেন। কাজেই আপনার লক্ষ্য একদিকে ক্লায়েন্টকে খুশি রাখা অন্যদিকে সৃষ্টিশীল কাজ করে প্রশংসা পাওয়া।
নিজে প্রাকটিস করে সত্যিকার দক্ষতা অর্জন করা কঠিন। কাজ করার সময় আপনি হাতের কাছে যে ছবি বা ডিজাইন আছে সেটা ব্যবহার করবেন, বিশেষ উদ্দেশ্য ছাড়াই কিছু করতে চেষ্টা করবেন। সঠিক ফল পেয়েছেন কি-না যাচাই করার সুযোগ নেই। অথচ অল্প কিছু পদ্ধতিতে আপনি সেটা করতে পারেন।
এখানে এধরনের কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হচ্ছে;
.          স্থানীয় কারো কাজ করে দিন
আপনার পরিচিত কারো কি গ্রাফিক ডিজাইন কাজ প্রয়োজন ? কিংবা কারো উঠানো ছবিগুলি পোষ্ট-প্রসেসিং করা প্রয়োজন। খোজ করে এধরনের কাজ বের করুন এবং সেগুলি করুন। যার কাজ তিনি আপনাকে বলে দেবেন কাজটি ঠিকমত হয়েছে কি-না, আর কি করা প্রয়োজন। হয়ত দেখা যাবে আপনার এমন কিছু জানা প্রয়োজন যা আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। সাথেসাথে সেটা শিখে নিন।
.          অনলাইন প্রতিযোগিতায় অংশ নিন
freelancer, scriptlance, thePerfectDesign ইত্যাদি সাইটে প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক ডিজাইন কাজ করানো হয়। এর সুবিধে হচ্ছে অন্যান্য কাজের মত বিড করতে হয় না। তাদের বর্ননা দেখে কাজ করে জমা দিতে পারেন।
যারা নিয়মিত একাজ করেন তারা বহু বছর ধরে পেশাদার কাজ করছেন এটা ধরে নেয়াই ভাল। তাদের সাথে প্রতিযোগিতায় আপনি হয়ত পুরস্কার পাবেন না। কিন্তু আপনার লক্ষ্য যেখানে দক্ষতা বাড়ানো সেখানে এধরনের প্রতিযোগিতা খুব কার্যকর।
কাজের বর্ননা ভালভাবে পড়ে বোঝার চেষ্টা করুন তিনি ঠিক কি চেয়েছেন। অন্য যারা কাজ জমা দিয়েছেন তাদের কাজ দেখে বোঝার চেষ্টা করুন তারা কিভাবে তাকে কাজে পরিনত করছে। পুরস্কার পাওয়া ডিজাইন দেখে জানতে চেষ্টা করুন আপনার কাজে কোথায় ঘাটতি আছে। সেটা পুরন করুন।
.          ফ্রিল্যান্সিং কাজের জন্য চেষ্টা শুরু করুন
কোন ফ্রিল্যান্সিং সাইটের সদস্য হয়ে সেখানে সহজ কাজের জন্য বিড শুরু করুন। আবারও, শুরুতেই সফল হবেন এটা ধরে না নেয়াই ভাল। ক্লায়েন্ট কি চান সেটা বোঝা, আপনি তাকে কাজে পরিনত করতে পারেন কি-না যাচাই করাই আপনার উদ্দেশ্য। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি এই নিয়মে নিজের ব্যর্থতাগুলি খুজে বের করুন। কয়েকমাসের মধ্যেই একদিকে গ্রাফিক ডিজাইনে যেমন দক্ষতা অর্জন করবেন অন্যদিকে ফ্রিল্যান্সিং কাজের অভিজ্ঞতা লাভ করে ফ্রিল্যান্সিং কাজের দিকে আরেকধাপ এগিয়ে যাবেন।
.          অন্যকে শেখান
আপনার পরিচিত কেউ কি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহি। তাকে শেখাতে শুরু করুন। কোন বিষয় যদি আপনার বাদ পড়ে থাকে সেটা সহজে ধরা যাবে। সেইসাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারনে দক্ষতা বাড়বে খুব দ্রুত।
ক্লায়েন্টে কাজ করার সময় কিছু বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন। আপনি কাজটি ঠিকভাবে সময়মত করে দিতে পারবেন এটা নিশ্চিত না হয়ে কাজ শুরু না করাই ভাল। আপনাকে কাজ দিয়ে কেউ বিপদে পড়ুক সেটা নিশ্চয়ই আপনি চানন না। সেটা দুজনের জন্যই ক্ষতিকর।
ক্লায়েন্ট কি চান সেটা ভালভাবে বুঝুন। উদাহরন হিসেবে, তিনি যদি ইলাষ্ট্রেটর কিংবা ফ্লাশ ফরম্যাট চান এবং আপনার শুধুমাত্র ফটোশপ জানা থাকে তাহলে আপনি সেকাজ করতে পারেন না। বরং এমন কাজ বেছে নিন যা ফটোশপে করা যায়।

নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে


Proxy site আপনাকে অনুমতি দেয় বিভিন্ন ব্লক ওয়েবসাইটে প্রবেশ করার। সাধারনত স্কুল কলেজ ভার্সিটি এবং বিভিন্ন অফিসে কিছু সাইট block or restrict করে যেমনঃ “Social Networking” sites like facebook, twitter, etc. ইন্টারনেটে হাজার হাজার proxy  সাইট আছে কিন্তু এসব সাইটের কিছু বিশেষ বিষয় থাকে যেমন অ্যাড থাকে যা অত্যন্ত বিরক্তিকর। এছাড়া অনেক এডমিন তার কর্মস্হলে কিছু পরিচিত proxy  সাইট ব্লক করে রাখে।

learn নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে

আজকে আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে জানাব তা হয়ত অনেকে জানেন।  কিভবে proxy সার্ভার সাইট  তৈরি করতে হয় এবং ব্লক করা সাইটে প্রবেশ করা যায়।
এ proxy  সার্ভারের জন্য আমাদের ১টা জিনিষ লাগবে। তা হল
 Glype proxy script (Free Proxy Project)
তাহলে শুরু করা যাক মেথট ১ যা অনেক সহজ এবং দ্রত করা যায়

Steps নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে-Using Glype proxy script

এ মেথটটির জন্য আপনার লাগবে একটি ওয়েবহোষ্টিং একাউন্ট  এবং “Glype proxy script” ফাইল।
note: ফ্রি হোষ্টিং এ একটি সমস্যা হচ্ছে এরা যখন জানতে পারবে আপনি proxy script ব্যবহার করছেন তখন তার আপনাকে ব্যান করে দিবে। তাই পেইড হোষ্টিং ব্যবহার করাই ভাল।
Step 1. এখন ডাউনলোড করুন Glype proxy script Zip file
Step 2.  এরপরে যেটা করবেন তা হল ওয়েবহোষ্টিং একাউন্টে একটি সাবডোমাইন তৈরি করা। এখানে আমি ব্যবহার করেছি Doteasy Free Hosting.
note: কখনও ‘proxy’ লেখাটি আপনি ফ্রি হোষ্টিং একাউন্টে  sub domain রেজিষ্ট্রেশন  ব্যবহার করবেন না নাহলে আপনাকে হোষ্টিং কম্পানি ব্যান করে দিবে। সাধারনত কোন নাম ব্যবহার করুন।
Step 3. আপনার একাউন্ট একটিভ হবার পরে আপনি Login করুন Control Panel” এবং Click করুন “File manager”। এটি এখন আপনাকে দেখাবে directories.
12 10 2010 7 29 44 PM নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে12 10 2010 7 32 19 PM নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে
Step 4. Click Open “Public_html” Directory and then click “Upload” button.
12 10 2010 7 35 56 PM নিজেই বানান Proxy site এবং ব্রাউজ করুন সব সাইটে
Step 5. Now in the Archives(zip,tar) Section, browse and locate your downloaded glype-1.1.zip file and Click “Green Check Button” (See the Screen Snap)
Step 6.  Uploading  হবার পরে Just visit your website in the new tab এবং আপনি দেখতে পাবেন আপনার বানানো   own Proxy site.
Step 7. Just type in any web address and see if it works, that’s it.বিঃদ্রঃ আমি এটি একটি ফোরামে পেয়েছি এবং এটি চেষ।টা করেছি আপনাদের জানাতে ভুল হলে কমেন্টস করে জানাবেন। এডমিন আমি এখানে কিছু লিংক ব্যবহার করেছি যা নিয়ম বহির্ভূত তবে আমার কিছু করার ছিল না। কারন ফোরামে যেমন ছিল তা আমি বাংলা করে দিয়েছি।
(পোষ্ট লিখেছেন অন্তহীন পথচলা)

যে কারো কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete উধাও করে দিয়ে চমকে দিন বন্ধুকে অথবা নিজে সুরক্ষা থাকুন

আজকে কিছুটা মজার এবং কিছুটা কাজের একটি জিনিস দেখব সবাইকে। মজার এই কারনে যে আপনি চাইলে যে কারো কম্পিউটার থেকে Cut, Copy, Paste গায়েব করে দিতে পারেব অথবা নিজের সুরক্ষায় এই জিনিসটি ব্যবহার করতে পারেন যদি আপনি চেয়ে থাকেন আপনার পিসিতে কেউ Cut, Copy, Paste করতেই পারবে না যেনো আপনার কোন প্রয়োজনীয় ফাইল চুরি অথবা কেউ নিয়ে যেতে না পারে তাহলে অবশ্যই এই পোস্ট টি আপনাকেই খুচ্ছে :p শুরু করি ও আরেটা জিনিস ভুলে গেছি এটি ইন্সটল করলে কম্পিউটার এর Delete, Copy To, Move To, Sent To, Renaming, এবং Task manager এর  End Process বাটন ও গায়েব হয়ে যাবে।
cut copy paste Denominational 1 s498x499 108431 যে কারো কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete উধাও করে দিয়ে চমকে দিন বন্ধুকে অথবা নিজে সুরক্ষা থাকুন
১। একদম ইজি জাস্ট এটা ডাউনলোড করে unzip করেন পিসিতে।
২। এবার unzip করার পড়ে এই ফাইল গুলো পাবেন। Prevent.exe তে ক্লিক করে ওপেন করুন।
d5 যে কারো কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete উধাও করে দিয়ে চমকে দিন বন্ধুকে অথবা নিজে সুরক্ষা থাকুন
৩। Prevent.exe ওপেন করলে নিচের ছবির মত দেখতে পাবেন এখানে পছন্দ মত একটি শর্টকাট কি তৈরি করুন। হতে পারে ctrp + p তারপরে active এ ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete Delete, Copy To, Move To, Sent To, Renaming, এবং Task manager এর  End Process বাটন ও গায়েব হয়ে যাবে।
prevent যে কারো কম্পিউটার থেকে Cut, Copy, Paste, Delete উধাও করে দিয়ে চমকে দিন বন্ধুকে অথবা নিজে সুরক্ষা থাকুন৪। সব কিছু নরমাল করতে চাইলে শর্টকাট কি (উপরে বানিয়েছি আমরা ctrl+p) টি চাপুন তাহলে সব আবার কাজ করবে।
৫। সম্পূর্ণ ভাবে এটি বাতিল করতে চাইলে আনইন্সটল করে নিন।

※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░

*****বিসমিল্লাহির রাহমানির রাহিম*****

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম। আজকে আর একটি হ্যাকিং টিউন করব। ফেসবুক-এ আমাকে একজন বলছে broadband হ্যাকিং নিয়ে একটি টিউন করতে। ব্রডব্যান্ড হ্যাকিং খুবই সহজ। আমি ভাবছিলাম যে এইটা সবাই জানে তাই, ব্রডব্যান্ড হ্যাকিং নিয়ে টিউন করি নাই। যারা ব্রডব্যান্ড হ্যাকিং জানেন না তাদের জন্য আমার এই হ্যাকিং টিউন। আপনাদের জন্য ব্রডব্যান্ড হ্যাকিং-এর উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে রাখছি, ভিডিওটা পরে আপনাদের দেওয়া হবে। এখন চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক।
48a9fdb6e1131Hack the Planet ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
বিঃদ্রঃ- এই টিউনটা শুধু শিখার জন্য। দয়া করে অপব্যাবহার করবেন না।
এখন শুরু করা যাক।
প্রথম এই টুলসটি ডাউনলোড করে নিন।
Download icon ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░



টুলসটি ইন্সটল করার পর ওপেন করলে নিচের ছবির মত দেখাবে।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com 3 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
mir
এখন টুলসটির উপরের বাম দিকে দেখেন “IP & C” আছে। ওখান থেকে IP তে ক্লিক করেন। তারপর “Scan”-এ ক্লিক করেন।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com 2 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
Tj Mir
স্ক্যান করার পর দেখবেন অনেক গুলো রেজাল্ট আসছে। এখন বুজা কষ্ট কোন IPটার স্পীড বেশি। তবে যেসব IP-র FTP সার্ভার আছে ওগুলোর স্পীড বেশি হয়।দেখেন কিছু কিছু আইপি-র বাম পাশে দেখেন arrow চিহ্ন আছে(প্রয়োজনে নিচের ছবিটি দেখেন)। ওখানে ক্লিক করেন। যদি Ftp লেখা দেখেন তাহলে বুজবেন ওই আইপিটাই দিয়ে এফটিপি সার্ভার হ্যাক করা যাবে। ftp-র ip ছাড়াও আপনারা বাকি সব গুলো ip check করতে পারেন কোন IPটার স্পীড বেশি।।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com 12 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
এখন যেকোনো একটা IP টার্গেট করুন  এবং তার উপর right click করেন। তারপর copy থেকে Mac Address কপি করেন।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com3  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
মীর
এখন আপনি আপনার পিসি-র Local Area Connection-এ যান। কিভাবে জবেন?
Windows 7: Control Panel\All Control Panel Items\Network and Sharing Center>>Change Adapter Settings
Windows XP/Vista: আমি সঠিক লোকেশনটা জানি না। যারা জানেন দয়াকরে কমেন্ট করে বলেন।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com4  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
mir
তারপর Local Area Connection-এর Properties-এ যান। তাহলে নিচের ছবির মত আসবে। এখন Internet Protocol Version 4(TCP/IPv4) সিলেক্ট করেন। তারপর Configure-এ ক্লিক করেন। ( প্রয়োজনে নিচের ছবিটি দেখুন)
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com5  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
Щ ḽ Ӄ
configure-এ যাওয়ার পরে Advance-এ যান। 2.তারপর network address সিলেক্ট করেন। 3.Value-তে Mac Addressটি পেস্ট(past) করেন। যদি ম্যাক অ্যাড্রেস গুলোতে (:) থাকে তাহলে ওগুলো কেটে শুধু অক্ষর গুলো লেখেন। অর্থাৎ যদি এরকম 54:E6:FC:85:AD:96 থাকে তাহলে এরকম 54E6FC85AD96 লেখবেন .তারপর ok করুন। (নিচের ছবি দেখুন)
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com6  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░

এখন যে কাজটা করতে হবে তা খুব দ্রুত করতে হবে। এখন আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক-এর properties-এ যান। তারপর  Internet Protocol Version 4(TCP/IPv4)সিলেক্ট করে properties-এ ক্লিক করেন।(নিচের ছবি দেখুন)
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com7 1 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░

*******^^******properties-এ যাওয়ার পর সব গুলো ইনফর্মেশন সেভ করেন অথবা খাতায় লিখে রাখুন।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com8  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░ 
এখন যে IP-র mac address সেট করেছেন ওই IPটি লেখেন IP-র ঘরে। তারপর ok করেন।[ধরেন আপনি এই ip 192.168.11.126 টির ম্যাক অ্যাড্রেস set করেছেন। তাহলে আপনাকে ip-র ঘরে লিখতে হবে 192.168x.11.126]
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com9  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
এখন কোন কিছু ডাউনলোড করে দেখেন…
কি ডাউনলোড করবেন???খুজে পাচ্ছেন না?
ডাউনলোড করুন Tj Mir-এর একটি প্রিয় গান
অনেক দিন পর আবার টিউন টি এডিট করতে বসলাম। কেন জানি টিউন করতে ভালো লাগে না। আর টিউন করলে কেউ কমেন্ট করতে চায় না। তাই মন খারাপ হয়ে যায়।
মনে হয় টিউন টি পরে ডাউনলোড করা স্টার্ট করে দিয়েছেন। এইবার ডাউনলোড করা বন্ধ করুন। এতক্ষণে অনেক কিছু করে ফেলেছেন। আপনি হ্যাক করে স্পীড বাড়িয়ে ডাউনলোড করতেছেন এইটা কিন্তু ঠিক না। কারন আতে নেট কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ধরেন আপনি ৩০ মিনিট-এ ১GB ডাটা ডাউনলোড করেছেন।আর ১GB-র জন্য কোম্পানির ৪০০-৫০০টাকা ক্ষতি হবে। So, please আর ডাউনলোড কইরেন না। আমি চাই না আমার জন্য কোন নেট কোম্পানির ক্ষতি হোক।

এখন আপনার আগের যে IP ছিল ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যান……কি ভাবে?

local area connection-এর properties-এ যান।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com4  ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
mir
Internet Protocol Version 4(TCP/IPv4) সিলেক্ট করেন। তারপর Configure-এ ক্লিক করেন। ( প্রয়োজনে নিচের ছবিটি দেখুন)

extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com5 1 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
Tj Mir
configure-এ যাওয়ার পরে Advance-এ যান। 2.তারপর network address সিলেক্ট করেন। তারপর Not Present-এ ক্লিক করেন। then ok করুন।
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com10 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
Mir
এখন আবার local area connection-এর properties-এ যান। তারপর Internet Protocol Version 4(TCP/IPv4)সিলেক্ট করে
properties-এ ক্লিক করেন।

extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com7+1 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
তারপর আপনার যে IP টি ছিল ওইটা লিখে ok করুন। *******^^******অর্থাৎ যেটা খাতায় লিখে রাখতে বলছিলাম ওই লেখা গুলো ঠিক মত লিখে okকরুন
extreme hacking tune by tj mir. www.freecall24.blogspot.com11 ※※ব্রডব্যান্ড সার্ভার হ্যাক করে ইয়ুস করুন হাই স্পীড ইন্টারনেট※※ ░▒3xtreme hacking Tune▒░
Щ ḽ Ӄ
Loading……….
Loading………..
Loading…………
Loading…………..
Loading……………
Loading……………..
Loading……………….
Loading…………………
electrycity চলে গেল। তারপর আবার আসলো । এখন আবার টিউন লিখতে বসলাম।
Loading………
Loading……….
Loading………..
ইন্টারনেট কানেকশন চলে গেল।
Loading….
Loading……
তারপর আবার নেট আসলো। এখন আবার টিউন লিখা শুরু করলাম। শেষ পর্যন্ত Tj Mir নিজেই loading হওয়া শুরু করল।
কি আর বলবো বিদ্যুতের অবস্থা অনেক খারাপ।
যাই হোক এখন আপনি হয়ে গেলেন ব্রডব্যান্ড কানেকশন হ্যাকার। ইন্টারনেটের লোকরা মাঝে মাঝে বাসায় গিয়ে তাদের লাইন check করতে যায়। আর ওঁরা তাদের অফিস থেকেও ping দিয়ে check করতে পারে। তাই সাবধান। নিজ দায়িত্তে হ্যাকিং করবেন। কারো ক্ষতি হলে আমি “টিজে মীর” দায়ী থাকব না। তবে ধরা খাওয়া থেকে বাঁচার অনেক উপায় আছে। ওগুলো লিখতে গেলে আমার অনেক time লাগবে। আমানেই এই টিউনটা লিখতে ১০ দিন লাগছে। ছোট একটা টিপস দেই, আপনার পিসি-র নাম change করে User-PC দিতে পারেন। তাহলে ইন্টারনেটের লোকরা সহজে বুজবে না। আর আমি যতোটুকো জানি ওরা নেট লাইন check করে না। তারপরও safety থাকা ভালো। পরে আর একটা টিউন করবো কিভাবে safety থাকতে হয়।

IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।

*****বিসমিল্লাহির রাহমানির রাহিম*****


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।* আমার এই টিউন টি পড়ে যদি ভালো লাগে তাহলে আমাকে ২০১২ এর সেরা টিজে নির্বাচন করার জন্য please টিউনটি like, share & comment করেন*
আমার কি জানি হইছে। কিছুই বুজতেছি না। যেদিকে তাকাই ওইদিকেই দেখি হ্যাকিং আর হ্যাকিং। সারা দিন খালি মাথায় হ্যাকিং বিষয়টা ঘুড়া ঘুড়ি করে। নাকি আমার মাথা hacked হয়ে গেছে!!!! কিছু বুজতে পারছি না।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে IP অ্যাড্রেস ট্র্যাকিং করতে হয় এবং যে কারো ঠিকানা বের করতে হয়। হ্যাকিং কথাটা আসলে ট্র্যাকিং কথাটা চলে আসে। কারন একজন হ্যাকার সবসময় ট্রাই করে হ্যাক করার জন্য। আর ভিকটিম ট্রাই করে হ্যাকার কে খুজে বের করার জন্য। আর হ্যাকার কে খুজে বের করার জন্য বিভিন্ন ভাবে ট্র্যাকিং করা হয়। তাই এখন আমি আপনাদের দেখাব কিভাবে IP ট্র্যাকিং করতে হয়। তাহলে চলুন কথা না বারিয়ে ট্র্যাকিং শুরু করা যাক।

Email থেকে বের করুন sender-এর IP অ্যাড্রেস…..

অনেক সময় অনেক ফাউল পোলাপান মেইল পাঠিয়ে মজা করে, বিরক্ত করে অথবা spamming করে। তাদের কে শাস্তি দেওয়ার জন্য তাদের খুজে বের করতে হবে। এখন আসুন কিভাবে তাদের IP বের করবেন। প্রথম মেইল থেকে “email header” বের করতে হবে ।

১. Google Mail (GMail)

ক. যে ব্যক্তির IP অ্যাড্রেস বের করবেন ওই ব্যক্তির  মেইলটি ওপেন করেন।
খ. মেইল টি ওপেন করার পর উপরে দেখুন replay, replay all, Show Original ইত্যাদি লেখা আছে। ওখান থেকে Show Original-এ ক্লিক করেন। তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবে। ওই ট্যাব থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

২.Yahoo Mail (Yahoo)

**** ইয়াহু-এর নতুন ভার্শনের ক্ষেত্রে।
ক. যে মেইল থেকে sender-এর IP বের করতে চান তার মেইলের উপর mouse-এর right click করেন। তারপর “View Full Headers”-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
**** ইয়াহু-এর classic ভার্শনের ক্ষেত্রে।
ক. mail ওপেন করেন। তারপর View Full Header-এ ক্লিক করেন। তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।

৩.Windows Live (Hotmail)

ক. ম্যাসেজ-এর উপর right click করেন তারপর “View Full Header”-এ ক্লিক করেন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
খ. ওখান থেকে সব copy করেন। তারপর এই সাইট-এ যান। বক্স-এ লেখা গুলো past করেন। then “Get Source”-এ ক্লিক করেন পেয়ে যাবেন victim-এর IP. এখন IP টি save করে রাখুন।
এখন ত victim-এর IP address পেয়ে গেলেন। এখন সালা ভিকটিম যাবে কথায়? আজকে খবর-ই আছে…lol!!

এখন আসুন ভিকটিমের ঠিকানা বের করি

অনেক ভাবে ট্র্যাকিং করা যায়। তার মধ্যে থেকে আমি আপনাদের মাত্র কয়েক টা নিয়ম দেখাব। যেগুলো প্রাথমিক পর্যায়ে ব্যাবহার করা হয়। আপনাদের advance গুলো শিখানো যাবে না। তাইলে আবার আমাকে ট্র্যাকিং করে বের করে ফেলবেন!!! যাই হোক শুরু করা যাক ট্র্যাকিং।
১. এখন এই সাইটে যান। তাহলে নিচের ছবির মত দেখাবে।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।
Mir
এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন। নিচের ছবির মত সব পেয়ে যাবেন। oh!!কি মজা না। পেয়ে গেলেন সব।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।
Mir
২. এখন এই সাইটে যান। তাহলে নিচের ছবির মত দেখাবে।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।
Mir
এখন IP লিখে “Lookup IP Address”-এ ক্লিক করেন।

৩. এখন এই সাইটে যান। তাহলে নিচের ছবির মত দেখাবে। এই সাইট টা অনেক ভালো। অনেক ইনফো পাওয়া যাবে এই সাইট থেকে ।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।
এখন IP লিখে “IP Locator”-এ ক্লিক করেন।
 IP অ্যাড্রেস ট্র্যাকিং করে ঠিকানা বের করুন মাত্র ১ মিনিটে ।
Mir
আশা করি এখন সব বুজে গেছেন। আমাকে আর কিছু বলতে হবে না।
(বিঃদ্রঃ সঠিক লোকেশান জানার জন্য আপনাকে প্রথম জানতে হবে worldএর ম্যাপ সম্পর্কে। অর্থাৎ ভুগোল সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। আর বিশেষ করে Latitude এবং Longitude কী এবং Latitude এবং Longitude দিয়ে কিভাবে কোন নির্দিষ্ট এলাকা/যায়গা চিহ্নিত করতে। Latitude এবং Longitude কি ওইটা আমি আপনাদের বুজাতে পারব না। আর মোডেমের সঠিক লোকেশান বের করা যাবে কি না তা আমি সঠিক জানি না। আপনারা ট্রাই করে দেখতে পারেন।)
অনেকের অনেক সমস্যা আছে, যারা নিজের সত্যি পরিচয় প্রকাশ করতে চান না তাদের উচিৎ সাবধানে থাকা। তানাহলে যেকোনো সময় ধরা খেয়ে যেতে পারেন। তাদের উচিৎ IP and Mac অ্যাড্রেস হাইড করা। আপনাদের যে কেউ খুজে বের করে ফেলতে পারে, তাই আইপি হাইড টুলস দিয়ে আপনার real IP টি হাইড করুন। অনেকে আছে যারা real hide ip, auto hide ip, platinum hide ip, hide my ip ইত্যাদি ইয়ুস করে থাকে। ওই সফটওয়্যার গুলো ঠিক মত কাজ করে না। যারা উপরে উল্লেক্ষিত টুলস গুলো ইয়ুস করেন তারা এই লিঙ্ক এ গিয়ে দেখেন আপনার LAN IP হাইড হচ্ছে না (lan ip দেখার জন্য আপনার পিসি-তে জাভা থাকতে হবে)।so, আপনাকে যে কেউ সহজে ধরে ফেলতে পারে।  তাই আপনারা VPN অথবা Hotspot Shield সফটওয়্যার ইয়ুস করতে পারেন। আপনারা হ্যাকিং নিয়ে কোন কাজ করার আগে এবং পরে আপনার ব্রাউজার-এর cookies & cach রিমুভ করুন।
Hotspot Shield download link
যাই হোক এখন আপনি শিখে গেলেন প্রাথমিক আইপি ট্র্যাকিং করার নিয়ম । এখন মনে হয় না আর নিয়মিত টিউন করতে পারবো। কারন এই মাস শেষে আমাদের বাসা change করবো। তারপর আবার collegeএ ভর্তি। অনেক জামেলা। এই সব জামেলার পরে আবার আপনাদের মাঝে ফিরে আসব ইনশল্লাহ। সবাই please আমার জন্য দোয়া কইরেন।
পিসি হ্যাকিং নিয়ে আমার ধারাবাহিক টিউন গুলো দেখতে পারেন এখানে।
ব্রডব্যান্ড হ্যাকিং নিয়ে একটি টিউন দেখতে পারেন এখানে।


সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ………..

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

সম্পূর্ণ ফ্রীতে নিজের সাইটে ব্যবহার করুন আকর্ষণীয় চ্যাটরুম

মানুষ একা বাস করতে পারেনা এটাই সত্য কথা। কথাটি শুরুর দিকে বইয়ের পৃষ্ঠায় পড়লেও এখন তার বাস্তব প্রমান দেখছি। মাত্র ৫০ বছর আগেও মানুষ যখন ইন্টারনেট চিনত না কিংবা হাতে পায়নি দ্রুত গতিতে যোগাযোগের কোন মাধ্যম, তখন মানুষের বন্ধুত্ব সীমাবদ্ধ ছিল স্কুল-কলেজ থেকে শুরু করে সর্বোচ্চ তার পাশের কোন গ্রাম পর্যন্ত। কিন্তু সময় বদলেছে, হাতে এসেছে নিত্য নতুন অনেক প্রযুক্তির ব্যবহার যা মানুষের জীবনের গতিকে বাড়িয়ে দিয়েছে অনেক গুন।
 সম্পূর্ণ ফ্রীতে নিজের সাইটে ব্যবহার করুন আকর্ষণীয় চ্যাটরুম
সময়ের ব্যবধানে মানুষ এখন ব্যবহার করছে বিভিন্ন চ্যাটরুম। যা ইন্টারনেটের ব্যবহারকে আরও বেশি সৌন্দর্য মন্ডিন্ত করেছে। ইয়াহু ম্যাসেন্জার, অত্যন্ত পরিচিত ও পুরনো একটি নাম। যেখানে বসে প্রতি সেকেন্ডে আদান-প্রদান করা যায় মনের সকল তথ্য, পৃথিবীর যেকোন প্রান্তে থাকা পরিচিত-অপরিচিত কোন বন্ধুর সাথে। খুঁজে পাওয়া যায় বিভিন্ন সমস্যার সমাধান যার সাহায্যকারী হতে পারে অনলাইনে থাকা কোন বন্ধু।
বর্তমানে চ্যাটরুমের প্রতি আকর্ষন প্রায় সকল ওয়েবসাইট মালিক এবং ব্যবহারকারীদের। তারই ধারাবাহিকতায় গুগল, ফেসবুক, ক্যাসপারস্কাই এর মত সাইটগুলোতেও যুক্ত হয়েছে চ্যাটরুম। এখনও অনেক ওয়েব সাইট মালিক আছেন যারা ভাবেন “ইস্ আমার সাইটেও যদি যুক্ত করা যেত এমন একটি সিস্টেম”। হ্যাঁ, এখন আপনিও পারবেন আপনার সাইটে চ্যাটরুম চালু করতে। মূলত আপনাদের এ তথ্যটি জানানোর জন্যই আজকের আর্টিকেল।
চ্যাটরুমটি দেখতে কি রকম হবে একবার আউটপুউট দেখতে ক্লিক করুন। এ রুমের সবচেয়ে বড় সুবিধা হল কোন প্রকার রেজিষ্ট্রেশন ঝামেলা ছাড়াই যে কেউ শুধুমাত্র নাম লিখেই এ সাইটে থাকা যেকোন ব্যক্তির সাথে চ্যাট করতে পারবে। এখানে মাত্র একটি ডিজাইন দেয়া হল আপনি চাইলে আপনার সাইটের জন্য এর ভিন্ন অনেক ডিজাইন পছন্দ করতে পারবেন।
চ্যাটরুম যুক্ত করার সিস্টেম:
  1. এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
  2. উপর থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন।
  3. প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইটিতে রেজিষ্ট্রেশন করুন।
  4. রেজিষ্ট্রেশন শেষে যদি প্রয়োজন হয় আপনার দেয়া ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  5. Create Room বাটনে ক্লিক করুন।
  6. প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে খালি ঘরগুলো পূর্ন করুন এবং continue বাটনে ক্লিক করুন। মজার ব্যাপার হল এখানে থিম এবং সাইজ আপনার পছন্দ মত ব্যবহার করতে পারবেন।
  7.  চ্যাট কোডের একটি পেজ আসলে Object embed: ঘর থেকে সম্পূর্ন কোডটি কপি করুন এবং আপনার সাইটের যেখানে ইচ্ছে কোডটি পেষ্ট করুন।
  8. সর্বশেষে Finish ক্লিক করুন এবং লগ আউট করে সাইট থেকে বের হয়ে আসুন।
এভাবে করে আপনি কিন্তু আপনার সাইটে খুব সহজেই চ্যাটরুম ব্যবহারের সুবিধা সকলের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। যা আপনার সাইটকে করবে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয়।
সকলের শুভকামনায় শেষ করছি……

সোমবার, ১৪ মে, ২০১২

Website Design এর আদি অন্ত

আস্যালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আবারও ফিরে এলাম Website Design এর ২য় পর্বে ।
গত পর্বে আমরা জানলাম ওয়েবসাইট কি ? । আজ আমরা ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় সম্পর্কে জানব ।
ভনিতা না করে মূল প্রসংগে চলে আসি ।
  • একটি ওয়েবসাইট অনেকগুলো ওয়েবপেজ নিয়ে গঠিত । আমরা আমাদের ব্রাউজারে প্রত্যেকবার ১টি করে পেজ দেখতে পারি এবং এক পেজ থেকে অন্য পেজ এ লিংকের মাদ্ধমে প্রবেশ করতে পারি ।
  • লিংক হল যেসকল text, image অথবা button যার উপর mouse নিয়ে গেলে cursor টা হাতের মত হয়ে যায় এবং সেখানে click করলে অন্য একটি পেজ open হয় ।
  • উপরের চিত্রে ২টি লিংক আছে ।link Website Design এর আদি অন্ত, পর্ব ২

 কিভাবে ওয়েবপেজ তৈরি করব ?
ওয়েবপেজ তৈরি করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পদ্দতি ব্যবহার করতে চান।
>> Web programming language ব্যবহার করে
>> কোন Web programming জ্ঞান ছাড়াই Software এর মাদ্ধমে
আজকাল অনেক Software পাওয়া যায় যেগুলো ব্যবহার করে অতি সহজেই খুব সুন্দর সুন্দর ওয়েবপেজ/ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এর একটি অসুবিধা আছে, আর তা হল, ওয়েবসাইটের Content (একটি ওয়েবপেজ এ যা কিছু আপনি দেখতে পান) গুলো একদম আপনার মনের মত হবে না । কোন Content কে আপনার ইচ্ছামত Customize করতে হলে আপনাকে অবশ্যই Web programming language জানতে হবে ।
atlanta web design icon1 300x225 Website Design এর আদি অন্ত, পর্ব ২
এই টিউনে আমি Web programming language নিয়েই আলোচনা করব ।
ওয়েবসাইটের Language গুলোকে Scripting language বলা হয় । দুই ধরনের Scripting language আছে ।
>> Server side scripting languages(ASP, PHP, Perl, Python, C via CGI, JavaScript via Server side JavaScript, etc.)
>> Client side scripting languages(HTML, JavaScript, CSS, XML, etc.)
প্রথমে আমি আপনাদের সাথে Client side scripting language নিয়ে আলোচনা করব । এতে আপনার বুঝতে সুবিধা হবে ।
•    ওয়েব Program গুলো যখন কোন User এর ব্রাউজারে Execute হয় তখন একে বলা হয় Client side scripting
•    HTML(Hyper Text Markup Language) হল Client side scripting এর সবচেয়ে প্রয়োজনীয় Language ।
আজ এখানে ইতি টানব । আগামি পর্বে আমরা HTML শিখা শুরু করব । সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন ।
চলবে >>

হান্টার’স ফরচুন – সম্পুর্ণ বাংলায় হাই কুয়ালিটি কমিক্স

কমিক্সের প্রতি সকলের চরম আকর্ষন ও নতুন নতুন কমিক্স পড়বার বাসনাকে মাথায় রেখে বাংলাপিডিএফ এর পরিবেশনা হাই কুয়ালিটি এই কমিক্স । ৪ পর্বের কমিক্সটি এখুনি ডাউনলোড করুন!!
১ম পর্বঃ
বাড়ি গাড়ি সর্বস্ব খুইয়ে হান্টার যখন দিশেহারা, ঠিক তখুনি ধনী এক আর্কিওলোজিস্টের করা উইল থেকে সে পেয়ে গেল হাফ বিলিয়ন ডলার !!! কিন্তু এই টাকা উদ্ধার করতে হলে ওকে এক অসম্ভব অভিযানে নামতে হবে । উদ্ধার করতে হবে এমন এক জিনিস যা আগে কেউ চোখে দেখেনি । ওদিকে পলি চেস আর মিরান্ডা পিছু নিয়েছে ওর । যে করেই হোক তারা হাতিয়ে নিবে হান্টারের হাফ বিলিয়ন মুল্যের সম্পত্তি । ৪ পর্বের জমজমাট এক ধারাবাহিক কমিক্সের ১ম পর্ব , এখুনি ডাউনলোড করুন!
15996108f253714269d65084abe291a69ac6e12e হান্টারস ফরচুন   সম্পুর্ণ বাংলায় হাই কুয়ালিটি কমিক্স {৪ পর্ব একসাথে}

ডাউনলোড

২য় পর্বঃ
আঙ্কেল ম্যাক্স এর দেয়া চাবি দিয়ে কবর খুলে একটা জেড পাথর পেল হান্টার । ডায়রিটা মিরান্ডা নিয়ে যাওয়ায় জেড পাথরটাই একমাত্র ক্ল্যু । 3D স্ক্যান করে অ্যাম্বার জানতে পারল জেড পাথরটার ইতিহাস। যা ওদেরকে নিয়ে গেল হাজার মাইল দূরে তীব্বতে । সেখানকার এক টেম্পলে পাওয়া গেল সম্রাট কনফুসিয়াসের ছবি । আরো পাওয়া গেল ইটালির ম্যাপ । কিন্তু……………
ডাউনলোড করুন রোমাঞ্চ আর এডভেঞ্চারে ভরপুর “হান্টার’স ফরচুন” কমিক্সটির ২য় পর্ব!!
159961110decc9bf460aa34f36c59549e7eee610 হান্টারস ফরচুন   সম্পুর্ণ বাংলায় হাই কুয়ালিটি কমিক্স {৪ পর্ব একসাথে}

ডাউনলোড

৩য় পর্বঃ
কেউ বিশ্বাস করতে চাইছে না যে হান্টার ম্যাপে ইটালি দেখেছে । মিরান্ডার পাঠানো দৈত্য ওদের কাবু করে ম্যাপ ছিনিয়ে নিল। কিন্তু সেও কিছু দেখতে পেল না কাগজটায় । অবশেষে তিব্বতের এক লামার পরামর্শে ওরা চলল ইটালির রোমে। কিন্তু মিরান্ডা যে ওদের আগে গিয়েই বসে আছে ওখানে ! এখন কি হবে ?? শুরু হল প্রাণপন লড়াই । কিন্তু ওমন এক দৈত্যের সঙ্গে পারা কি মুখের কথা ?? চোখ ধাধানো অ্যাকশানে ভরপুর হান্টার’স ফরচুনের ৩য় পর্ব এসে গেছে আপনাদের কাছে । এখুনি ডাউনলোড করুন, আর হয়ে যান এডভেঞ্চার আর অ্যাকশানের সঙ্গি ।
159961152a7257d673431da1758fc823e4d4c8af হান্টারস ফরচুন   সম্পুর্ণ বাংলায় হাই কুয়ালিটি কমিক্স {৪ পর্ব একসাথে}

ডাউনলোড

৪র্থ পর্বঃ
আমরা পৌছে গেছি কাহিনীর শেষ প্রান্তে । ডায়রির কোড ভেঙ্গে অ্যাম্বার জানতে পারল লাল নদীর কথা । সেখানে আছে লাল নদীর দুর্গ । যা কিনা পানির নিচে লুকায়িত । অতএব রউনা হয়ে গেল ওরা গন্তব্যে । কিন্তু মিরান্ডা আর তার দৈত্য কি এত সহজে হাল ছাড়বে । অবশেষে সবাই এসে মিলিত হল আসল জায়গায় । পাওয়া গেল এতদিনের পরিশ্রমের ফসল এক্সকালিবুর । কিন্তু সেটা কি হাতে রাখতে পারবে হান্টার ? নাকি ওর কাছ থেকে ছিনিয়ে নিবে মিরান্ডা ? ৪ পর্বের জমজমাট কাহিনীটির শেষ উপখ্যান এখুনি ডাউনলোড করুন!!
159961178c157e554b3b49be5db490641a5aeb98 হান্টারস ফরচুন   সম্পুর্ণ বাংলায় হাই কুয়ালিটি কমিক্স {৪ পর্ব একসাথে}

ডাউনলোড

আরো বই এবং এক্সক্লিউসিভ কমিক্সের জন্য: http://banglapdf.net/