পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

Airtel 2 Airtel ফ্রী SMS করুন; দিন-রাত, যত খুশি তত !

টিপিটাপ টিপিটাপ . … . . ক্রিং ক্রিং (অপর প্রান্তে প্রেমিকের ফোনে কঠিন গান বাজতাছে)
► হ্যালো !!
→ হেলছি তো icon razz Airtel 2 Airtel ফ্রী SMS করুন; দিন রাত, যত খুশি তত !
► আজব তুমি রুমে এসে আমাকে ফোন করনোনি কেনো?
→ sorry Baby !! ফোনে কল করার মত ব্যালেন্স ছিলো না তো, তাই !!
► কল করার টাকা ছিল! কিন্তু এসএমএস এর টাকাও কি ছিলো না !!!
→ oh baby আম ড্যাম সরি, এবারের মত ক্ষমা করে দাও, জান পাখিটি !!
► না তোমার কোন ক্ষমা নাই … … :@ :/
ব্লা ব্লা ব্লা …
ফোনে টাকা না থাকলে বুঝি আপনার জান পাখিটার সাথে এমন ই ঝগড়ার বেধে যাওয়ার উপক্রম হয় !!
ওকে ম্যান নো চিন্তা, Do ফুর্তি icon smile Airtel 2 Airtel ফ্রী SMS করুন; দিন রাত, যত খুশি তত !

→ কেনো ফুর্তি তা এখন বয়ান করবো।
আমরা যারা অনেকেই মোবাইল থেকে ফেসবুক চালাই বা ইন্টারনেট এ ঢু মারি, তাদের ম্যাক্সিমাম এর ই ফোনে টাকা না থাকলেও মেগা বাইট কিন্তু ঠিক ই থাকে।
অনেকে অনেক চিপ রেটে নেট উইস করে থাকি। তাই মেগা বাইট মোটামুটি থেকেই যায়।
আর এখন টাংকি মারার সবচেয়ে বড় ফান্দ হচ্ছে এয়ারটেল এর ব্যবহারকারী হওয়া।
হ্যাঁ আপনি যদি এয়ারটেল অপারেটর হয়ে থাকেন, তাহলে এই টিউন টি বিশেষ ভাবে আপনার জন্য লিখছি।
এখন আপনি চাইলেই আপনার এয়ারটেল থেকে ফ্রী এসএমএস পাঁঠাতে পারবেন আপনার জান পাখি অর বজ্জাৎ টিয়া পাখী রে icon razz Airtel 2 Airtel ফ্রী SMS করুন; দিন রাত, যত খুশি তত !
যে ভাবে ফ্রী এসএমএস এর জন্য রেজিস্ট্রেশান করবেনঃ
ক) প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন।
খ) দেখুন Create Profile এর পার্শ্বে Click Here অপশন আছে, এখানে প্রবেশ করুন।
গ) এখানে আপনার অ্যাক্টিভ এয়ারটেল নাম্বার অর্থাৎ ১৬৭******* এই টাইপ নাম্বার প্রবেশ করান।
ঘ) Submit Button এ ক্লিক করুন।
ঙ) এখন আপনার এয়ারটেল নাম্বার এ একটা এসএমএস চলে আসবে, Password & Activation Code সহ।
ভুলেও এই Activation Code টি কারো সাথে শেয়ার করবেন না।
চ) এবার রেজিস্ট্রেশান বক্স এর ইনফো গুলো পুরন করুন।
Activation Code: [অ্যাক্টিভেশন কোড দিন]
Password: [৬ ডিজিটের একটা পাসওয়ার্ড দিন]
ছ) রেজিস্ট্রেশান এর কাজ সম্পন্ন হলে আপনাকে একটা কনফারমেশন মেসেজ দিবে।
জ) এবার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
আপনার কাজ শেষ !! এবার নতুন করে Log In করতে বলবে।
Log In করে নিন। আর সারাদিন ইচ্ছামত ফ্রী এসএমএস পাঠান ইন্টারনেট থেকে।
[ আপনার সিম কার্ডে যদি মেয়াদ নাও থাকে, তাও আপনি ফ্রী এসএমএস পাঁঠাতে পারবেন। এক কথায় অপরিমিত (Unlimited) মজা ]
[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ যারা ভাবছেন এটা করতে গেলে আপনার মাসে অথবা সপ্তাহে অথবা দিনে কোন টাকা কাটার ভয় আছে কিনা !! তাদের বলছি, ভাই খাঁটি দিল থেকে বলছি, এটাতে আপনার কোন এক্সট্রা টাকা কাটবেনা। আপনি যেকোন ইন্টারনেট অপারেটর এর ইন্টারনেট সংযোগ দিয়ে ব্রাউজ করে ফ্রী এসএমএস পাঁঠাতে পারবেন ]

টিউনারপেজ এ এটা আমার তৃতীয় পোস্ট। বিষয়টা অনেকেই আগে থেকে জানতে পারেন। তবে যারা জানেন না তারা আশা করি উপকৃত হবেন।
ভালো লাগলে পোস্টটি ফেসবুকে শেয়ার করুন বা আপনার বন্ধুকে অন্যকোন উপায়ে জানিয়ে দিন। উপকৃত হলে কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্য করতে আশা করি 
ছবি সহ পোস্ট করতে পারছিনা, সময়ের অভাবে। পরবর্তীতে অন্য পোস্ট গুলাতে ছবিসহ শেয়ার করা চেস্টা করবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন। 

কোন মন্তব্য নেই: