পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

““মোবাইল হারালেও contact number হারাবে না !!!!”


netqin3 “মোবাইল হারালেও contact number হারাবে না !!!! 


“আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালার মেহেরবাণীতে সবাই ভাল আছেন। আজ টিউনার পেজে আমার ১ম পোষ্ট। অবশ্য টিউনার পেজের সাথে পরিচয় আমার বহু দিনের। আজকে আপনাদের মধ্যে যারা মোবাইল ব্যবহার করেন, তাদের জন্য এই টিপস।ভিবিন্ন কারণে আমরা মোবাইল হারিয়ে ফেলি বা চুরি যায় .. প্রয়োজনে ফরম্যাট দিতে হয় .তখন মোবাইলে থাকা নাম্বার ও হারিয়া যায়.. দরকারী নাম্বার হরালে মাথার চুল ছিড়তে ইচ্চা করে ..হারানু নাম্বার পুনরায় কিভাবে পাবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব ..যারা সিম্বিয়ান সেট ব্যবহার করেন তারা নিশ্চয় netqin mobile সম্পর্কে জানেন.,যারা জানেন না তাদের জন্যে এই পোস্ট ..খুব ভালো একটা antivirus ..আমি নিজে এটা ব্যবহার করে উপকার পাচ্চি” ..কাজের কথায় আসি..
১.প্রথমে এই লিঙ্ক থেকে download করে নিন ..http://www.netqin.com/en/antivirus/download/#symbian
২.তারপর ওপেন করে system manager option যান, contacts backup এ ক্লিক করুন .
netqin “মোবাইল হারালেও contact number হারাবে না !!!!৩.তারপর আবার backup এ ক্লিক করুন .
৪. ২ টা option আসবে .backup to server এবং backup to SD card .চাইলে আপনার মেমরি কার্ড এ backup রাখতে পারবেন..তার জন্যে আপনি backup to SD কার্ড এ ক্লিক করতে হবে.
৫. হারিয়া গেলে ফিরে পেতে backup to server এ ক্লিক করুন …netqin2 “মোবাইল হারালেও contact number হারাবে না !!!!
৬.user name এ আপনার email ID দিন .password এ আপানর পছন্দ মত দিন ..log in করুন .
৭.log in দেবার পর জানতে চাইবে আপনি backup করতে চান কিনা .আপনি YES এ ক্লিক করুন ..আপনার কাজ শেষ .
“মোবাইল হারিয়ে যাক..যে কুনো সিম্বিয়ান সেট থেকে নতুন করে netqin download দিন ..পূর্বের নিয়ম মত contacts backup এ যান .restore এ ক্লিক করুন. আবার restore from server এ ক্লিক করুন .user name এ email id দিন এবং passwared দিন ..পুনরায় ফিরে পাবেন আপনার হারানু নাম্বার” ..
আর কিছু জানতে চাইলে জানাবেন. ভুল হলে মাফ করে দিয়েন ,,..

কোন মন্তব্য নেই: