পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

আপনার কম্পিউটারের হাডডিস্কে থাকা ফাইল গুলো দেখুন একটু অন্যরকমের ভিন্ন ভাবে।(Updated)

আশাকরি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাথে অন্য রকমের একটি জিনিস শেয়ার করবো।আশাকরি সকলের ভালো লাগবে।
১.আচ্ছা আপনি কি কখনও দেখেছেন যে আপনার কম্পিউটারের কোন একটি ফাইল হাডডিস্কের কোন Sector এর কোন Cluster টিতে রয়েছে?আর হাডডিস্কে ফাইল গুলো কিভাবে একের পর এক সজ্ঞিত থাকে?
২.আপনি কি কখনো দেখেছেন যে আপনার কম্পিউটারের কোন ফাইলটি সবচেয়ে বড়?এবং কোন ফাইলটি সবচেয়ে ছোট?
৩.আপনি কি কখনো আপনার কম্পিউটারের Audio,Video,doc,Text,Pdf,Exe,Rar,Zip ইত্যাদি ফাইল গুলো আলাদা format অনুযায়ী একএীভাবে দেখেছেন?
যদি উপরের এই প্রশ্ন গুলোর উত্তর না হয় তবে এই পোস্টটি আপনারই জন্য।
তাহলে চলুন দেখি কিভাবে এই প্রশ্ন গুলোর উত্তর পাওয়াযায়ঃ-
প্রথম প্রশ্নের উত্তরঃ-
১.প্রথমে আমার দেয়া সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচ থেকে।
২.Installation এবং Registration সম্পন্ন করুন।
৩.সফটওয়্যারটি ওপেন করুন এবং Advance tool এ ক্লিক করু।তারপর Defragment এ ক্লিক করু। নতুন উইন্ডো আসবে সেখানে Drive Select করে Dfrag এ ক্লিক করু। Dfrag শুরু হলে ছোট ছোট সবুজ ঘর গুলোতে ক্লিক করুন আর দেখে নিন কোন Sector এর কোন Cluster কোন ফাইলটি রয়েছে। নিচের দিকে দেখাবে।
scrn 4fa5899f 0 আপনার কম্পিউটারের হাডডিস্কে থাকা ফাইল গুলো দেখুন একটু অন্যরকমের ভিন্ন ভাবে।(Updated)scrn 4fa57674 1 2 আপনার কম্পিউটারের হাডডিস্কে থাকা ফাইল গুলো দেখুন একটু অন্যরকমের ভিন্ন ভাবে।(Updated)
এবার ২য় প্রশ্নের উত্তরঃ-
১.সফটওয়্যারটি ওপেন করুন এবং Advance tool এ ক্লিক করু।তারপর Disc Explore এ click করুন।নতুন উইন্ডো আসবে সেখানে Scan now তে ক্লিক করুন।
২.Scan শেষ হলে Show তে ক্লিক করুন।এবং Top 100 এ ক্লিক করু সিরিয়ালি সব দেখতে পাবেন।
আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট Drive Select করেও দিতে পারেন।
scrn 4fa57960 3 2 আপনার কম্পিউটারের হাডডিস্কে থাকা ফাইল গুলো দেখুন একটু অন্যরকমের ভিন্ন ভাবে।(Updated)scrn 4fa579ae 4 2 আপনার কম্পিউটারের হাডডিস্কে থাকা ফাইল গুলো দেখুন একটু অন্যরকমের ভিন্ন ভাবে।(Updated)
৩য় প্রশ্নের উত্তরঃ-
এটি সম্পূর্ণ ২য় প্রশ্নের উত্তরের মতই।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেননা।

DOWNLOAD:- Direct mediafire link

কোন মন্তব্য নেই: