পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

manchitro ধনী হতে চলেছি – (জেলা তথ্য বাতয়ন ।)
আজথেকে ৮/১০ বছর আগে বিভিন্ন জেলার তথ্য জানতে । জেলার নাম লিখে সার্চ দিয়েও আশানুরুপ তথ্য পাওয়া সহজ ছিলোনা । এখন ও খুব সহজ নয় । এখনও কিছু তথ্য সংগ্রহ করতে অনেক সাইট ঘুরতে হয় । সরকারী ভাবেও সৃষ্টিশীল কোন উদ্যোগ ছিলোনা । তবে কয়েক বছর আগেই নেয়া একটি উদ্যোগ কিছুটা সফল হয়েছে । সেই উদ্যোগ এর নাম জেলা তথ্য বাতয়ন ।
যেহুতু এটি সরকারী পোটাল সেহেতু খুব ভেবেচিন্তেই তথ্য সংযোজিত হচ্ছে ।কিন্তু আমাদের জানা তথ্যগুলো    যদি এই পোটাল গুলোতে সেয়ার করি । খুব দ্রুত এই পোটাল গুলো উন্নত হয়ে যাবে । আমি নিজেই দেখলাম ।  চাঁপাই নবাবগঞ্জের অনেক তথ্য নেই , কিছু তথ্য মিসিং রয়েছে । লজ্জার হলেও সত্য চাঁপাই নবাবগঞ্জে বর্তমানে  একটিও দৈনিক বা সাপ্তাহিক খবরের কাগজ প্রিন্ট হয়না ।
পোর্টালে দেখলাম দুটির নাম রয়েছে । যদি তাই থাকে , আরও কিছু খবরের কাগজ ছিল সে সেগুলোর নাম   সংযুক্ত করা উচিৎ । কিন্তু !আমরা তথ্য সরবারহ না করলে প্রশাসক একা বা কয়েক জন পূর্ণতা দিতে অক্ষম হবে ।
যাই হোক আমরা যে ধনী হতে চলেছি তা ভাবতেই পারি । আজ জেলা তথ্য বাতায়ন সফল হলে , শুরু হবে থানা তথ্য বাতায়ন । জেলা তথ্য বাতায়ন এর উদ্যোগ কে আমি স্বাগতম জানায় ।
আপনারা সকলে জানেন জেলা তথ্যবাতায়ন এ প্রবেশ করতে হলে www.dcজেলার নাম .gov.bd লিখতে হয় । তবু জেলার নাম ও বাতা য় ন পোর্টালের এড্রেস দেয়া হল ।
ভালো থাকবেন সবাই ।
1.RANGAMATI www.dcrangamati.gov.bd

2.DHAKA www.dcdhaka.gov.bd
3.FARIDPUR www.dcfaridpur.gov.bd
4.GAZIPUR www.dcgazipur.gov.bd
5.GOPALGANJ www.dcgopalganj.gov.bd
6.JAMALPUR www.dcjamalpur.gov.bd
7.KISHOREGONJ www.dckishoreganj.gov.bd
8.MADARIPUR www.dcmadaripur.gov.bd
9.MANIKGANJ www.dcmanikganj.gov.bd
10.MUNSHIGANJ www.dcmunshiganj.gov.bd
11.MYMENSINGH www.dcmymensingh.gov.bd
12.NARAYANGANJ www.dcnarayanganj.gov.bd
13.NARSINGDI www.dcnarsingdi.gov.bd
14.NETRAKONA www.dcnetrokona.gov.bd
15.RAJBARI www.dcrajbari.gov.bd
16.SHARIATPUR www.dcshariatpur.gov.bd
17.SHERPUR www.dcsherpur.gov.bd
18.TANGAIL www.dctangail.gov.bd

19.BAGERHAT www.dcbagerhat.gov.bd
20.CHUADANGA www.dcchuadanga.gov.bd
21.JESSORE www.dcjessore.gov.bd
22.JHENAIDAH www.dcjhenaidah.gov.bd
23.KHULNA www.dckhulna.gov.bd
24.KUSHTIA www.dckushtia.gov.bd
25.MAGURA www.dcmagura.gov.bd
26.MEHERPUR www.dcmeherpur.gov.bd
27.NARAIL www.dcnarail.gov.bd
28.SATKHIRA www.dcsatkhira.gov.bd

29.BOGRA www.dcbogra.gov.bd
30.CHAPAINABABGANJ www.dcchapainawabganj.gov.bd
31.DINAJPUR www.dcdinajpur.gov.bd
32.GAIBANDHA www.dcgaibandha.gov.bd
33.JOYPURHAT www.dcjoypurhat.gov.bd
34.KURIGRAM www.dckurigram.gov.bd
35.LALMONIRHAT www.dclalmonirhat.gov.bd
36.PABNA www.dcpabna.gov.bd
37.PANCHAGARH www.dcpanchagarh.gov.bd
38NAOGAON www.dcnaogaon.gov.bd
39.NATORE www.dcnatore.gov.bd
40.NILPHAMARI www.dcnilphamari.gov.bd
41.RAJSHAHI www.dcrajshahi.gov.bd
42.RANGPUR www.dcrangpur.gov.bd
43.SIRAJGANJ www.dcsirajganj.gov.bd
44.THAKURGAON www.dcthakurgaon.gov.bd

45.HABIGANJ www.dchabiganj.gov.bd
46.MAULVIBAZAR www.dcmoulvibazar.gov.bd
47.SUNAMGANJ www.dcsunamganj.gov.bd
48.SYLHET www.dcsylhet.gov.bd
  49.BARGUNA   www.dcbarguna.gov.bd
50.BARISAL www.dcbarisal.gov.bd
51.BHOLA www.dcbhola.gov.bd
52.JHALOKATI www.dcjhalakathi.gov.bd
53.PATUAKHALI www.dcpatuakhali.gov.bd
54.PIROJPUR www.dcpirojpur.gov.bd

55.BANDARBAN www.dcbandarban.gov.bd
56.BRAHMANBARIA www.dcbrahmanbaria.gov.bd
57.CHANDPUR www.dcchandpur.gov.bd
58.CHITTAGONG www.dcchittagong.gov.bd
59.COMILLA www.dccomilla.gov.bd
60.COX’S BAZAR www.dccoxsbazar.gov.bd
61.FENI www.dcfeni.gov.bd
62.KHAGRACHHARI www.dckhagrachhari.gov.bd
63.LAKSHMIPUR www.dclakshmipur.gov.bd
64.NOAKHALI www.dcnoakhali.gov.bd


এই পোটাল গুলোতে আপনি বিভিন্ন সরকারী ওয়েব সাইটের লিংক পেয়ে যাবেন । তাছাড়া হোটেল –মোটেল , রেস্টুরেন্ট ,হসপিটাল এর লিংক ও এড্রেস ইত্যাদি পেয়ে যাবেন ।
সেদিন খুব দূরে নেই । সংসদ বসবে অনলাইনে । জনগণ হবে সংসদ সদস্য । প্রতিটি জনগণের সংসদে লগিন ইউজার নেম হবে ভোটার আইডি । হ্যাঁ ও না মত প্রকাশ করবে জনগণ । প্রতিমাসের আয়ব্যায় এর হিসেব সরকার জনগণ কে দিতে বাধ্য থাকবে ।

বিরোধী দল কেউ একটি হরতাল আহবানের পূর্বে  জনগণের হ্যাঁ ভোট বিজয়ী হতে হবে ।

ভাবতেই ভালো লাগছে ।

কোন মন্তব্য নেই: