পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ১০টি মহা প্রয়োজনীয় টিপস

Thum10tips ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ১০টি মহা প্রয়োজনীয় টিপস
আমি মিজানুর রহমান, বর্তমানে ওডেস্ক, স্ক্রীপ্টলেন্স ও মাইক্রোওয়ার্কাস সাইটে কাজ করছি। স্ক্রীপ্টলেন্স সাইটে আমার রেটিং বেশ ভাল। নিয়মিত কাজ পাচ্ছি। যারা নুতন ফ্রিল্যান্সার তাদের সাজেষ্ট করবো, স্ক্রীপ্টলেন্সকে বেছে নিতে পারেন। এটি অত্যন্ত নির্ভরযোগ্য সাইট। আমি নিয়মিত পাইওনিয়ার ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করছি। আমার অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিং এ সহজে কাজ পাওয়ার ১০টি টিপস নিম্নে উপস্থাপন করলাম। স্ক্রীপ্টলেন্স ছারাও যে কোন ফ্রিল্যান্সিং সাইটে বিড করার সময় নিম্নের টিপস্ গুলি ফলো করুন। আশা করি সফলতা পাবেন।
freelancingcycle ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ১০টি মহা প্রয়োজনীয় টিপস

ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার ১০টি টিপস্

১. প্রজেক্টটি বিড করার পূর্বে ভালমত বুঝে নিন। কাজটি আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন কিনা, তা কনফার্ম হয়ে বিড করুন।
২. প্রজেক্টটিতে ক্লায়েন্টের রিকয়ারমেন্ট বোঝার চেষ্টা করুন, তিনি কাজটি দ্রুত চাচ্ছে কিনা, তাহলে বিডের সময় কত দ্রুত কাজটি সম্পন্ন করতে পারবেন, তার সময়সীমা দিয়ে দেন।
৩. নুতন ফ্রিল্যান্সাররা কাজ না পাওয়া পর্যন্ত বেশি ডলারের কাজে কম ডলার দিয়ে বিড করুন।
৪. কাজটি আপনি যে বুঝতে পেরেছেন, তা বিডের সময় উল্লেখ করুন। অর্থাৎ, আপনার বিড মেসেজ এমন ভাবে করুন, যেন ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কাজটি বুঝতে পেরেছেন।
৫. বিড মেসেজটি অন্যদের চেয়ে ব্যতিক্রম করুন। যেন আপনার কনফিডেন্স ফুটে উঠে।
৬. বিড করার সময় স্পেলিং ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন।
৭. Outbid notice/underbid এ জাতীয় মেসেজ আসলে রিবিড করে আপনার বিড এমাউন্ট কমিয়ে দিন।
৮. বায়ার/ক্লায়েন্ট যদি কোন মেইল করে তবে যত দ্রুত সম্ভব, রিপ্লাই করুন। এজন্য নিয়মিত মেইল চেক করুন।
৯. কাজ সম্পর্কিত কিছু Sample পূর্বেই তৈরি করে রাখুন। বিড করার সময় তা এটাচ করে দিন। যে সব কাজে Sample দেখানো সম্ভব। যেমনঃ গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ইত্যাদি।
১০. আন্তরিকতা বজায় রাখুন। বায়ারদের রেসপেক্ট করে মেসেজ লিখুন।
ধন্যবাদ সবাইকে

কোন মন্তব্য নেই: