পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

এলার্টপে ডলার থেকে মোবাইলে রিচার্জ করুন

আসসালামু আলাইকুম।
আমার ২য় টিউনে স্বাগতম। এইচ এস সি পরীক্ষার জন্য কিছু দিন ব্যস্ত ছিলাম। আমার প্রথম টিউনে আপনাদের সাথে আমি একটি সাইট শেয়ার করছিলাম। আপনারা সবাই আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছেন। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন সাইটটি বাংলা করার জন্য। কিন্তু পরীক্ষার জন্য করা হয়ে ওঠে নি। এখন নতুন সাজে আপনাদের সামনে সাইটটি তুলে ধরছি। পূর্বে যারা ব্যবহার করেছেন তারা সার্ভিস সম্পর্কে ভালভাবেই জানেন। আর যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
এলার্টপে কি বা এলার্টপে দিয়ে কি করা হয় এটা মোটামুটি আমরা সবাই জানি। বিভিন্ন মাইক্রোজব সাইট ছাড়াও বিভিন্ন সাইট থেকে এলার্টপের মাধ্যমে ডলার পাওয়া যায়। কিন্তু সেই ডলার থেকে টাকা পাবেন কিভাবে????
alertpay এলার্টপে ডলার থেকে মোবাইলে রিচার্জ করুন
১। ব্যাংক একাউন্টের মাধ্যমে
বড় এমাউন্ট হলে আপনি ব্যাংকের মাধ্যমে সহজেই আপনার ডলারের বিনিময়ে টাকা পেয়ে যাবেন। কিন্তু ব্যাংক ফি বাবদ আপনাকে গুনতে হবে বেশ কিছু টাকা। তবে এটিই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এজন্য অনেক ফ্রিলান্সাররা এটি ব্যবহার করেন।
২। অন্য জনের কাছে বিক্রি করে হাতে হাতে/ব্যাংক একাউন্টের মাধ্যমেঃ
এক্ষেত্রে আপনাকে এমন একজনকে খুজে বরে করতে হবে যার ডলার প্রয়োজন। তারপর তারসাথে যোগাযোগ করে ডলারের রেট ঠিক করে তার কাছ থেকে টাকা নিয়ে ডলার দিতে হবে/ডলার দিয়ে টাকা নিতে হবে। কিন্তু এখানে একটু রিস্কি হয়ে যায় আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা বড় কোন শহরে না থাকেন। কারণ অনেক ক্ষেত্রের প্রতারণার শিকার হতে হয়। তবে ভাল ব্যক্তির সাথে লেনদেন করতে পারলে কোন সমস্যা নেই।
বড় বড় এমাউন্ট যেমন ৫০-১০০ ডলার হলে কোন সমস্যা ছাড়াই এই দুটি উপায়ে আপনি ডলার ভাঙ্গাতে পারবেন। আজ আমি আপনাদের সাথে একটি সাইটের পরিচয় করিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি সর্বনিম্ন ১ডলারও ভাঙ্গাতে পারবেন মোবাইল রিচার্জের মাধ্যমে।
home এলার্টপে ডলার থেকে মোবাইলে রিচার্জ করুন
কিভাবে রিচার্জ করবেন?
recharge এলার্টপে ডলার থেকে মোবাইলে রিচার্জ করুন
সাইটি থেকে ইতিপূর্বে যারা রিচার্জ করেছে তাদের মন্তব্য দেখতে পারেন এখানে।
comment এলার্টপে ডলার থেকে মোবাইলে রিচার্জ করুন
রিচার্জ পাঠানোর পর নিউজরুমের মাধ্যমে জানানো হয় কোন কোন নাম্বারে এবং কত টাকা রিচার্জ পাঠানো হয়েছে।
সাইটের এডমিনদের সম্পর্কে জানতে পারবেন এখানে।
আপনার প্রশ্ন/জিজ্ঞাসা/পরামর্শ/অভিযোগ ইত্যাদি প্রয়োজনে সাইটের এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন এখানে।

কোন মন্তব্য নেই: