পৃষ্ঠাসমূহ

image

image

সোমবার, ১৪ মে, ২০১২

Google Adsense এপ্রুভ করার জন্য প্রয়োজনীয় কিছু টিপস





                                                   


অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে Google Adsense হচ্ছে সবচেয়ে স্থায়ী ও মজবুত মাধ্যম। ২/৩ বৎসর পূর্বে বাংলাদেশে ২/৩ টি পেজ দিয়ে কোনরকম একটি ওয়েব সাইট তৈরি করেও Adsense এপ্রুভ হয়েছে। কিন্তু আমাদের বাঙালীদের অতিচালাকির কারণে (Fake Click ) গনহারে এডসেন্স একাউন্ট বাতিল হয়েছে। এবং এ রিজিওন অর্থাৎ,বাংলাদেশের জন্য এডসেন্স এপ্রুভালের জন্য বেশ কড়াকড়ি করা হয়েছিল। মোটামুটি যথেষ্ট ইউনিক পোষ্ট এবং নিজস্ব ডোমেইন না থাকলে Adsense এপ্রুভ হতোই না। কিন্তু সম্প্রতি লক্ষ্য করছি, বাংলাদেশের জন্য Google Adsense কড়াকড়ি অনেকটা শিথিল করেছে। সম্প্রতি আল-হেরা মাল্টিমিডিয়ার ক্লায়েন্টরা রেগুলার এপ্রুভাল পাচ্ছে। আজ আমার এক ক্লায়েন্টের লক্ষ্য করলাম, মাত্র ১০টি পোষ্টেই এপ্রুভ হয়েছে। আশা করি এ সুযোগটি বিডির জনগন কাজে লাগাতে পারেন। বলাতো যায় না, আমাদের (বাঙালীদের ) খাসলতের কারনে-পুনরায় Google বিরক্ত হয়ে যেতে পারেন।
approveimage Google Adsense এপ্রুভ করার জন্য প্রয়োজনীয় কিছু টিপস
তবে এ সুযোগটি কাজে লাগানোর জন্য আমি নিচের ৫টি গাইডলাইন ফলো করার সাজেষ্ট করছি।

১. পোষ্ট: সম্পূর্ণ ইউনিক, স্ব-হস্তে লিখে কমপক্ষে ৩০টি পোষ্ট করুন। কপি-পেষ্টের ধারে কাছে যাবেন না।

২. ভাষা: সম্পূর্ণ ইংরেজিতে পোষ্ট করুন, বাংলা সাইটে Google Adsense এপ্রুভ হবে না।

৩. বিষয়বস্ত: নিউজ, খেলাধুলা, টিউটোরিয়াল, স্বাস্থ্য-ফিটনেস, সাধারন জ্ঞান ইত্যাদি বিষয়বস্ত নিয়ে সাইট করলে Adsense এপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

৪. সাইট ডিজাইন: ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে সাইট ডিজাইন করুন। কারন, উভয়টি SEO এনাবেলড, যা Google অগ্রাধিকার দিয়ে থাকে।

৫. SEO:  সাইটটিকে সার্চ ইঞ্জিনসমূহে ইনডেক্স করুন এবং সাইটম্যাপ সাবমিট করুন।

কোন মন্তব্য নেই: